পটুয়াখালীতে মাদক মামলায় সাত বছর সশ্রম কারাদন্ড

পটুয়াখালীতে মাদক মামলায় সাত বছর সশ্রম কারাদন্ড

রেজাউল ইসলাম, পটুয়াখালী
পটুয়াখালীতে মাদক মামলায় নেছার আহমেদ বাবু(৩০) নামের এক ব্যক্তিকে সাত বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শহিদুল্লাহ এ রায় প্রদান করেন।
সরকার পক্ষের বিশেষ পিপি এ্যাড. কে.বি.এম আরিফুল হক টিটো জানান, ২০১৬ সালের ২১ মে র‌্যাব-৮ ক্যাম্পের ডিএডি মনির হোসেনরে নেতৃত্বে র‌্যাব সদস্যরা শহরের পুরান বাজার আখড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকে ১০০পিচ ইয়াবা ও ৩ গ্রাম হিরোইনসহ চান মিয়ার ছেলে নেছার আহমেদ বাবু (৩০) কে আটক করে। ওই ঘটনায় র‌্যাব বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত অফিসার সদর থানার এসআই রেহানা আক্তার ২০.৬.১৬ ইং তারিখ বাবুকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত মামলার তদন্তকারী অফিসারসহ দশ জনের  স্বাক্ষী গ্রহন শেষে গতকাল আসামীর অনুপস্তিতিতে হিরোইন মামলায় দুই বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদন্ড এবং ১০০ পিচ ইয়াবা মামলায় পাঁচ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে। আসামী পক্ষে এড. চন্দন সমাদ্দার সরকার পক্ষে বিশেষ পিপি কেবিএম আরিফুল হক টিটো মামলা পরিচালনা করেন।